যুক্তরাজ্যে বিবিসিসিআই’র সাথে হুমায়ুন আহমদের মতবিনিময়
- প্রকাশ: ১২:২১:০৩ পূর্বাহ্ন, সোমবার, ১৩ মে ২০২৪
- / ৭৮ বার পড়া হয়েছে
সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্টিজের সাবেক পরিচালক ও সিলেট বিভাগ পেট্রোলপাম্প মালিক সমিতির সেক্রেটারি, বিশিষ্ট শিল্পপতি হুমায়ুন আহমদ বলেছেন, দক্ষতার সহিত দেশে বিনিয়োগ করলে লাভবান হওয়া যায়। বর্তমান সরকার দেশে বিনিয়োগের সব ধরনের সুযোগ সুবিধা বৃদ্ধি করে দিয়েছেন। তথ্য প্রযুক্তির উন্নয়নের ফলে প্রবাসে থেকেও দেশে ব্যবসা ও প্রতিষ্ঠান পরিচালনা সম্ভব। পর্যটন শিল্পকে কাজে লাগিয়ে ব্যবসা করে সফল হওয়া যায়। তিনি প্রবাসী সকলকে দেশে বিনিয়োগের আহবান জানান।
তিনি গত ৯ মে বৃহস্পতিবার ইস্ট লন্ডনের বিবিসিসিআই’র কার্যালয়ে ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স (বিবিসিসিআই) আয়োজিত বিজনেস নেটওয়ার্কিং ইভেন্ট এর মতবিনিময়কালে প্রধান অতিথি’র বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
বিবিসিসিআই এর সভাপতি সায়দুর রহমান রেনু’র সভাপতিত্বে ও মহাপরিচালক এএইচএম নুরুজ্জামান এর পরিচালনায় বক্তব্য রাখেন লন্ডন রিজিয়নের প্রেসিডেন্ট মনির আহমেদ, বিবিসিসিআই এর অর্থ পরিচালক কুটি মিয়া, সাবেক সভাপতি বশির আহমেদ, শাহাগীর বখত ফারুক, বিবিসিসিআই ডাইরেক্টর রফিক হায়দার, সিনিয়র অ্যাডভাইজর ও ডাইরেক্টর মহিব উদ্দিন চৌধুরী, উপ-মহাপরিচালক দেওয়ান মাহদী চৌধুরী, মিসবাহ চৌধুরী। এসময় বিবিসিসিআই সদস্যবৃন্দ সহ প্রবাসী ব্যবসায়ীগন উপস্থিত ছিলেন।