পানিগাঁও গ্রামে আনোয়ার ফাউন্ডেশন ইউকের খাদ্য সামগ্রী বিতরণ
![](https://www.clicksylhet.com/wp-content/uploads/2024/03/Click-Sylhet-2.png)
- প্রকাশ: ০৯:৪০:২২ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুলাই ২০২৪
- / ৯১ বার পড়া হয়েছে
![পানিগাঁও গ্রামে আনোয়ার ফাউন্ডেশন ইউকের খাদ্য সামগ্রী বিতরণ](https://i0.wp.com/www.clicksylhet.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png?ssl=1)
আনোয়ার ফাউন্ডেশন ইউকে’র পক্ষ থেকে দক্ষিণ সুরমার দাউদপুর ইউনিয়নের পানিগাঁও গ্রামে বন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার (৫ জুলাই) বিকেলে আহলে বাইত কমপ্লেক্স প্রাঙ্গণে আনোয়ার ফাউন্ডেশন ইউকে’র প্রতিষ্ঠাতা আনোয়ার মিয়া ও পরিচালক রেহেনা বেগমের ব্যক্তিগত তহবিল থেকে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
সাংবাদিক আশরাফুল ইসলাম ইমরান এর সভাপতিত্বে খাদ্য সামগ্রী বিতরণ পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম মুসিক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরীফ আহমদ, আনোয়ার ফাউন্ডেশন ইউকে’র বাংলাদেশ প্রতিনিধি লিমন আহমদ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেড ব্লাড’র সাধারণ সম্পাদক মিরজান হোসেন মিরাজ, রেদোয়ান আহমেদ নাদিম, নোমান আহমদ, সানোয়ার আবেদিন, হাসান আহমদ, সাহেদ আহমেদ, আরিফসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা সভা শেষে দাউদপুর ইউনিয়নের পানিগাঁও, দৌলতপুর এবং মোগলাবাজার ইউনিয়নের নৈখাই গ্রামের অর্ধশতাধিক পানিবন্দি মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন অতিথি বৃন্দ। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, আলু, পিঁয়াজ, রসুন, তৈল, চিরা।