ফেঞ্চুগঞ্জে বন্যা কবলিত মানুষের মধ্যে ভারতীয় সহকারী হাই কমিশনারের ত্রান বিতরণ

- প্রকাশ: ১২:২০:১৩ পূর্বাহ্ন, রবিবার, ৭ জুলাই ২০২৪
- / ১১৯ বার পড়া হয়েছে

ফেঞ্চুগঞ্জে ভারতীয় সহকারী হাই কমিশনার, সিলেট ও ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদ এর উদ্যোগে বন্যা কবলিত মানুষের মধ্যে ত্রান বিতরণ করা হয়েছে। ৬ জুলাই শনিবার দুপুরে উপজেলার বিভিন্ন বন্যা কবলিত এলাকায় এ ত্রান সামগ্রী বিতরণ করা হয়।
ত্রান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট- ৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতীয় সহকারী হাই কমিশনার শ্রী চন্দর শেখর, দ্বিতীয় সচিব, ভারতীয় সহকারী হাই কমিশনার মানস কুমার মুস্তাফী, ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আশফাকুল ইসলাম সাব্বির, উপজেলা নির্বাহী অফিসার ফারজানা প্রিয়াংকা।
আরও উপস্থিত ছিলেন ফেঞ্চুগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৈয়বুর রহমান শাহিন, ঘিলাছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম মনা, উপজেলা আওয়ামীলীগের যুক্ত সাধারণ সম্পাদক আব্দুল হাই খছরু, যুবলীগ নেতা ফাহিম আহমদ শাহ., উপজেলা ছাত্রলীগের আহবায়ক রেজান আহমদ শাহ, দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রলীগের সভাপতি লাকী নোমান , সহ সভাপতি দুলাল আহমদ, সাধারণ সম্পাদক ইমন আহমদ , ছাত্রলীগ নেতা নাইম আহমদ প্রমুখ।