দক্ষিণ সুরমাবাসীকে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী জুয়েল আহমদ

- প্রকাশ: ১১:২১:১৩ অপরাহ্ন, বুধবার, ১০ এপ্রিল ২০২৪
- / ২২৪ বার পড়া হয়েছে

পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দক্ষিণ সুরমাবাসীকে ঈদ মোবারক জানিয়েছেন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ জুয়েল আহমদ। ঈদ আনন্দে অসহায় মানুষদের শামিল করতে সামর্থ অনুযায়ী এগিয়ে আসার জন্য সামর্থবানদের প্রতি আহ্বান জানান তিনি।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদ-উল ফিতর হচ্ছে মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব। এক মাস রোযা রেখে সিয়াম পালন মানুষকে আত্মশুদ্ধি অর্জনের মাধ্যমে মুত্তাকি হিসেবে গড়ে তুলে। এর আলোকে নিজেকে পরিচালিত করার দীপ্ত শপথ নিতে হবে। তিনি ঈদ আনন্দে দরিদ্র মানুষদেরকে শামিল করার আহবান জানান।
তিনি বলেন, ঈদ মহান রবের পক্ষ থেকে বিশেষ রহমত। ঈদ-উল ফিতর মানুষে মানুষে ভেদাভেদ ও অনৈক্য ভুলে গিয়ে পরস্পরকে ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধনে আবদ্ধ করে সামাজিক বন্ধনকে সুদৃঢ় করে। ঈদ আমাদের ব্যক্তিগত, সামাজিক ও জাতীয়ভাবে ঐক্যের বন্ধন শক্তিশালী করে। জীবনের প্রতিটি দিনই হোক ঈদের মতো আনন্দময় এই কামনায় সবাইকে ঈদ মোবারক।