সংবাদ শিরোনাম ::
কুলাউড়ায় অটোরিক্সার ধাক্কায় প্রাণ হারালেন বৃদ্ধা

ক্লিক সিলেট ডেস্ক
- প্রকাশ: ১০:৩৫:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ এপ্রিল ২০২৪
- / ১৭৯ বার পড়া হয়েছে

কুলাউড়ায় সিএনজি অটোরিক্সার ধাক্কায় মির্জা বেগম (৬০) নামে এক বৃদ্ধা প্রাণ হারিয়েছেন।
গতকাল বুধবার দুপুরে উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের ঝিলেরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মির্জা বেগম ওই গ্রামের মৃত ইউছুব আলীর স্ত্রী।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, গতকাল দুপুর ২টার দিকে রাজাপুর বাজার থেকে একটি সিএনজিচালিত অটোরিকশা রবিরবাজার আসছিলো।পথে ঝিলেরপাড় নামক এলাকায় মির্জা বেগম সড়ক পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগামী সিএনজি অটোরিক্সা তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
কুলাউড়া থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনার পর চালক পালিয়ে গেলেও সিএনজি অটোরিক্সা আটক করা হয়েছে। নিহতের স্বজনরা লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফনের জন্য আবেদন করেছেন বলে জানান তিনি।