এমপি হাবিবের প্রচেষ্টায় দক্ষিণ সুরমায় বন্যার্তদের মাঝে ত্রান বিতরণ করেছেন দূর্যোগ প্রতিমন্ত্রী

- প্রকাশ: ০১:২২:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ জুন ২০২৪
- / ১০৩ বার পড়া হয়েছে

এম সারওয়ার হোসেন সৌরভ:
দূর্যোগ প্রতিমন্ত্রী মোঃ মহিববুর রহমান বলেছেন বন্যার্ত মানুষের পাশে রয়েছে সরকার। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে আমরা বন্যা মোকাবেলায় কাজ করে যাচ্ছি, ইতি মধ্যে দূর্যোগ প্রবন এলাকায় ত্রান ও শুকনো খাবারের ব্যবস্থা করা হয়েছে।
তিনি বুধবার বিকেলে দক্ষিণ সুরমার তেতলী ইউনিয়নের আহমদপুরে বন্যার্ত মানুষের মধ্যে ত্রান বিতরণ কালে প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন।
ত্রান বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট- ৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব, দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয়ের সচিব মোঃ কামরুল হাসান, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল হাসান, দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের চেয়ারম্যান বদরুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার ঊর্মি রায়, এসিলেন্ড মোহাম্মদ আলীম উল্লাহ খান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বাঁধন কান্তি সরকার , তেতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওলিউর রহমান প্রমূখ।