২৪৩ বস্তা ভারতীয় চিনি জ ব্দ, আটক ১

- প্রকাশ: ১০:১৯:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মার্চ ২০২৪
- / ২৩৮ বার পড়া হয়েছে

সুনামগঞ্জের মধ্যনগরে থানা পুলিশের বিশেষ অভিযানে ২৪৩ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (২১ মার্চ) দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের কালাগর গ্রামের মৃত আব্বাছ আলীর ছেলে মোস্তফা মিয়া ওরফে মস্তু (৪০) এর বাড়ির দোচালা টিনসেড ঘর থেকে এ চিনি জব্দ করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে আব্দুর রহমান (৩০) নামে এক চোরাকারবারিকে গ্রেপ্তার করে থানা পুলিশ। সে পাশর্^বর্তী নেত্রকোনা জেলার কলমাকান্দা থানাধীন রামনাথপুর গ্রামের আব্দুল মালেকের ছেলে।
মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ এমরান হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মধ্যনগর থানা পুলিশের একটি চৌকশ টিম বিশেষ অভিযান চালিয়ে কালাগর গ্রামের পলাতক আসামী মোস্তফা মিয়া ওরফে মস্তু(৪০) এর বাড়ির দোচালা টিনসেড ঘর থেকে ২৪৩ বস্তা চিনি জব্দ করেছে। এসময় মধ্যনগর থানা পুলিশ একজন চোরাকারবারিকে আটক করেছে। আটককৃত চোরাকারবারির বিরুদ্ধে চোরাচালান মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হবে।