দক্ষিণ সুরমা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
- প্রকাশ: ১০:৫৭:৩১ অপরাহ্ন, বুধবার, ২২ মে ২০২৪
- / ৭০ বার পড়া হয়েছে
দক্ষিণ সুরমা প্রেসক্লাব সিলেটের ২০২৪-২০২৫ সেশনের কার্যনির্বাহী কমিটির প্রথম সভা (২২ মে) বুধবার সন্ধ্যায় দক্ষিণ সুরমার মৌবনস্থ প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
দক্ষিণ সুরমা প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি জাহাঙ্গীর আলম মুসিক এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শরীফ আহমদের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সদ্য সাবেক সভাপতি ও বর্তমান নির্বাহী কমিটির সদস্য আশরাফুল ইসলাম ইমরান, সিনিয়র সহ-সভাপতি শিপন আহমদ, সহ সভাপতি মোঃ সাহেদ আহমদ শান্ত, সহ সাধারণ সম্পাদক খায়রুল আমিন রাফসান, কোষাধ্যক্ষ আজমল আহমদ রোমন, দপ্তর ও পাঠাগার সম্পাদক রফিক আহমদ, নির্বাহী সদস্য জাহেদ আহমদ।
সভায় সর্বসম্মতিক্রমে জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্টের প্রধান পৃষ্ঠপোষক, বিশিষ্ট সমাজসেবী, যুক্তরাজ্য প্রবাসী আলহাজ্ব আব্দুল মজিদ লাল মিয়া, তামিম এজাজ হেল্পিং ফাউন্ডেশন মেশিগান- আমেরিকার চেয়ারম্যান, বিশিষ্ট সমাজসেবী নজরুল ইসলাম শামীম ও বীর মুক্তিযোদ্ধা এডভোকেট রফিকুল ইসলামকে দক্ষিণ সুরমা প্রেসক্লাব এর আজীবন সদস্য হিসেবে মনোনীত করা হয়। এছাড়াও আবেদনের প্রেক্ষিতে ৪ জন সাংবাদিককে সদস্য পদ প্রদান করা হয়।
সভায় প্রেসক্লাব প্রতিষ্ঠার দেড়-যুগ পূর্তি উপলক্ষে অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়। বিজ্ঞপ্তি