ট্রুকলার থেকে নিজের নাম মুছে ফেলার উপায়
- প্রকাশ: ০৬:৫১:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ মার্চ ২০২৪
- / ৯৪ বার পড়া হয়েছে
ফোনে আসা অপরিচিত কলারের পরিচয় জানার অ্যাপ ট্রুকলার। এই অ্যাপ জনপ্রিয়তা পেয়েছে। অ্যাপটির ব্যবহার এতই বেশি যে এখন আর নিজের নাম গোপন করা সহজ নয়। কিন্তু আপনি যদি আড়ালে থাকতে চান, তারও উপায় আছে। ট্রু কলার অ্যাপ থেকে নিজের নাম সরিয়ে ফেলুন। কী ভাবে তা সম্ভব?
প্রযুক্তি বলছে, আপনি চাইলে ট্রু কলার থেকে নিজের নাম সরিয়ে নিতে পারেন। ট্রু কলার থেকে আপনি যদি নিজের নাম সরিয়ে দেন, তা হলে অন্য কাউকে ফোন করলেও আপনার পরিচয় প্রকাশ্যে আসবে না। কীভাবে সরাবেন নিজের নাম?
১. অ্যানড্রয়েড ফোনে প্রথমে ট্রু কলার অ্যাপ ইনস্টল করুন। নিজের ফোন নম্বর ব্যবহার করে লগ ইন করুন।
২. এবার ট্রু কলার অ্যাপের সেটিংসে ‘প্রাইভেসি সেন্টার’ অপশন দেখতে পাবেন। এখানেই ‘ডিঅ্যাক্টিভেট’ অপশন রয়েছে। সেটা নির্বাচিত করুন। তা হলেই আর আপনার নাম ট্রু কলার অ্যাপে থাকবে না।
এরপরেও কিন্তু আপনার নাম ট্রু কলার ডেটাবেসে থেকে যেতে পারে। সে ক্ষেত্রে ট্রু কলার-এর ওয়েবসাইটে গিয়ে আইএসডি কোডসহ মোবাইল নম্বর দিতে হবে। এর পরে আবার ‘ডিঅ্যাক্টিভেট’ অপশনে গিয়ে নির্বাচন করলেই নাম মুছে যাওয়ার কথা। তবে তার পরেও যদি ট্রু কলার-এ আপনার নাম দেখায়, তা ক্যাশে মেমোরির কারণে। কিছু দিনেই তা থেকে মুক্তি পাবেন।