সংবাদ শিরোনাম ::
পানিবন্দী মানুষের পাশে দক্ষিণ সুরমা উপজেলা ইউএনও ঊর্মি রায়

ক্লিক সিলেট ডেস্ক
- প্রকাশ: ০১:১৬:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৪ জুন ২০২৪
- / ১১৯ বার পড়া হয়েছে

সিলেটের দক্ষিণ সুরমায় কয়েকদিনের টানা ভারী বৃষ্টিপাতে প্লাবিত হয়েছে বিভিন্ন এলাকা। নদ-নদীর পানি বৃদ্ধি পেয়ে তলিয়ে গেছে অনেক ঘরবাড়ি। বানের পানিতে উপজেলার বিভিন্ন স্থানে পানিবন্দী হয়ে পড়েছে কয়েক হাজার মানুষ। এতে বিপাকে পড়েছেন শিশুসহ বয়স্করা।
মানুষের দুর্ভোগের কথা চিন্তা করে তাদের পাশে দাঁড়িয়েছেন দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী অফিসার ঊর্মি রায়। বন্যা আসার পর থেকেই উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার বিভিন্ন এলাকায় পানিবন্দীদের বাড়িতে এবং আশ্রয় কেন্দ্রে খাবার পৌঁছে দিচ্ছেন উপজেলা নির্বাহী অফিসার ঊর্মি রায়।
এ সময় তিনি হাঁটু পানিতে নেমে পানিবন্দীদের হাতে খাবার তুলে দেন। প্রয়োজনীয় মুহূর্তে উপজেলা প্রশাসনের সহযোগিতা পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন পানিবন্দী মানুষ।