গীতিকার সিরাজ আনোয়ারের দাফন সম্পন্ন

- প্রকাশ: ০৮:২৫:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২১ জুন ২০২৪
- / ১১৯ বার পড়া হয়েছে

দক্ষিণ সুরমার লালাবাজার নোয়াগাঁও নিবাসী বাংলাদেশ বেতার সিলেট এর গীতিকার ও সঙ্গীত শিল্পী সিরাজ আনোয়ার ২০ জুন বৃহস্পতিবার সকাল ৮টায় নর্থ ইস্ট হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৯ বছর। বৃহস্পতিবার বাদ আসর মরহুমের নামাজে জানাজা স্থানীয় মসজিদে অনুষ্ঠিত হয়। নামাজে জানাজায় ইমামতি করেন মরহুমের পুত্র মাহরাজ আনোয়ার।
পরে স্থানীয় গোরস্থানে তাকে দাফন করা হয়। উর্দু কবি ও সিলেটের জেলা প্রশাসকের কার্যালয়ের ভুমি অধিগ্রহণ শাখার সাবেক কর্মকর্তা ওয়ারিস বাঙালির পুত্র সিরাজ আনোয়ারের নামাজে জানাজায় উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির উপদেষ্টা ফালাকুজ্জামান চৌধুরী জগলু, প্রচার সম্পাদক লোকমান আহমদ, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, বাংলাদেশ সংগীত সংগঠন সমন্বয় পরিষদের প্রচার সম্পাদক সাংবাদিক এম আহমদ আলী, সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেট এর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বাদশা গাজী, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য লায়েক আহমদ জিকু, সঙ্গীত শিল্পী ও সংগঠক এন এইচ নিজাম।