সৌদি আরবে কুলাউড়া বাসীদের জাঁকজমকপূর্ণ ঈদ পুনর্মিলনী

- প্রকাশ: ১২:৫৮:২১ অপরাহ্ন, বুধবার, ১৯ জুন ২০২৪
- / ১৪০ বার পড়া হয়েছে

“কুলাউড়া প্রবাসী পরিষদ” রিয়াদ সৌদি আরবের উদ্যোগে এক জাঁকজমকপূর্ণ ঈদ পুনর্মিলনী আয়োজন করা হয়েছে।
সংগঠনের সভাপতি খালেদ শাহাবুদ্দীন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ ফয়েজ আহমদ ও সাংগঠনিক সম্পাদক শাকিল রশীদ চৌধুরীর যৌথ সঞ্চালনায় সৌদি আরবের রাজধানী রিয়াদের একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত এই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে
সৌদি আরব রিয়াদ শহরের বিভিন্ন সামাজিক সংগঠন ও বিশিষ্ট ব্যক্তিবর্গ, বিভিন্ন চ্যানেলের সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, এবং কুলাউড়ার সর্বস্তরের প্রবাসী ভাই বোনেরা স্ব-পরিবারে উপস্থিত ছিলেন।
পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্টান শুরু হয়। উদ্বোধনী বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা আবুল কালাম, বক্তব্য রাখেন আলী আনফর,ফারুক রশীদ চৌধুরী হেলাল আহমদ,উজ্বল আহমদ, সিলেট বিভাগ প্রবাসী পরিষদের সভাপতি ইব্রাহিম আলী,গ্রীন ক্রিসেন্ট সোসাইটির রিয়াদ শাখার সভাপতি আব্দুল আজিজ মাসুক, রিয়াদ বাংলাদেশ থিয়েটারের সভাপতি মসীহ সিরাজ, নাশিদ ব্রান্ডের সভাপতি আরিফ রাব্বানী, আন্জুমানে আল ইসলাহ রিয়াদ শাখার সাধারণ সম্পাদক ওয়ালিউর রহমান।
বিভিন্ন ধরনের খেলাধুলা, বিজয়ীদের মধ্যে আকর্ষণীয় পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল এই অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ।
অনুস্টান শেষে কুলাউড়া প্রবাসী পরিষদের পক্ষ থেকে অনুস্টান কে সাফল্যমণ্ডিত করার জন্যে সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন সংগঠনের সভাপতি শাহাবুদ্দিন খালেদ ও সাধারণ সম্পাদক শেখ ফয়েজ আহমদ।