মানিকপুর লতিফিয়া দারুল কোরআন দাখিল মাদ্রাসায় মা সমাবেশ
- প্রকাশ: ০৮:৪৬:১১ অপরাহ্ন, রবিবার, ৯ জুন ২০২৪
- / ১০৭ বার পড়া হয়েছে
দক্ষিণ সুরমার দাউদপুর ইউনিয়নের মানিকপুর লতিফিয়া দারুল কোরআন দাখিল মাদ্রাসায় মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার সকালে মাদরাসার হল রুমে মা সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন আল্লামা হরমুজ উল্লাহ শায়দা (রহ.) এর সুযোগ্য নাতি মাওলানা ফয়েজ আহমদ।
অনুষ্ঠানে মাদ্রাসার স্থায়ী দাতা সদস্য বৃন্দের পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে ব্যাগ, ছাতা, গাইড বই ও পুরস্কার বিতরণ করা হয়।
সমস উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাদরাসার স্থায়ী দাতা সদস্য আলহাজ্ব আব্দুল কুদ্দুস, রেঙ্গা আশুগঞ্জ দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মুহাম্মদ খছরুজ্জামান, আলহাজ্ব নুর উদ্দিন, নাছিম উদ্দিন লুলু, মাদরাসার স্থায়ী দাতা সদস্য দেলওয়ার হুসেন জয়।
বক্তব্য রাখেন আব্দুল বাছিত বাবুল, নুরাই মিয়া, ছানা মিয়া, সাহাব উদ্দিন, জামাল উদ্দিন,
মাদরাসার প্রধান শিক্ষক মাওলানা সাদ্দাম হোসেন, সহকারী শিক্ষক মাওলানা আব্দুল মালিক, সহকারী শিক্ষক মাওলানা সাকির আহম, মির্জানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাওলানা নাজমুল ইসলাম, দেলওয়ার হুসেন, আব্দুল বাছিক, আক্তার হুসেন, লোকমান আহমদ প্রমূখ।
অনুষ্ঠানে মাদরাসার শিক্ষক, শিক্ষার্থী, অবিভাবক ও এলাকার বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।