দক্ষিণ সুরমায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী

- প্রকাশ: ১০:০৮:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মে ২০২৪
- / ১৫১ বার পড়া হয়েছে

সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব বলেছেন, ডিজিটাল বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্নদ্রষ্টা, গণতন্ত্রের মানসকন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাত ধরে দেশে ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। বর্তমান সরকারের আমলে প্রযুক্তি জ্ঞানে উন্নয়ন হয়েছে। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, নতুন প্রযুক্তি জ্ঞানে শিক্ষার্থীদের এগিয়ে যেতে হবে, পিছিয়ে পড়াকে এগিয়ে নিতে নিজেকে দায়িত্বশীর হতে হবে। দক্ষিণ সুরমায় একটি প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থাপনের জন্য প্রধানমন্ত্রীকে আহবান জানাবো। এগিয়ে যাওয়ার প্রত্যয়ে অংশীদারিত্ব হওয়ার আহবান জানান।
এমপি হাবিব বৃহস্পতিবার (৩০ মে) দুপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রাণালয় আয়োজিত এবং দক্ষিণ সুরমায় উপজেলা প্রশাসন, বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইর) বাস্তবায়নে স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী অফিসার ঊর্মি রায় এর সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বাধঁন কান্তি সরকারের পরিচালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ আলীম উল্লাহ খান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মাহবুবুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান আইরিন রহমান কলি, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল মুন্তাকিম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খাদিজা খাতুন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী কাজী রিয়েল, দাউদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুল হক।
উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম মুসিক, সাবেক সভাপতি আশরাফুল ইসলাম, বর্তমান সাধারণ সম্পাদক শরীফ আহমদ, মোগলাবাজার ইউপি সদস্য রুহুল তালুকদার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাঈদ আহমদ চৌধুরী প্রমুখ।
মূখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ বিজ্ঞান ও শিল্পগবেষণা পরিষদ (বিসিএসআইর) সাইন্টিফিক অফিসার মোঃ হাসানুজ্জামান।
শুরুতে পবিত্র ক্বোরআন থেকে তেলাওয়াত করেন হাজী মোহাম্মদ রাজা চৌধুরী উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ আব্দুল ওয়াহেদ ও গীতাপাঠ করেন শিক্ষার্থী বর্ষণ পাল সুপ্ত।
এর আগে এমপি হাবিবুর রহমান হাবিব স্টল পরিদর্শন করেন। বিজ্ঞপ্তি