সিলাম-মোহাম্মদ পুর সড়কের বাদশাহী টিলা মোড়ের পানি নিষ্কাশনের পথ খুলে দিলেন এসিল্যান্ড
- প্রকাশ: ০৭:৫৪:৩১ অপরাহ্ন, রবিবার, ১৯ মে ২০২৪
- / ৯০ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার: দীর্ঘদিন পর দক্ষিণ সুরমা উপজেলার সিলাম-মোহাম্মদপুর সড়কের বাদশাহী টিল্লা মোড়ে কতিপয় ব্যক্তির দূরভীসন্ধির কারনে পানি নিষ্কাশনের পথ বন্ধ থাকায় জনদুর্ভোগের কথা তুলে ধরে
দৈনিক সিলেটের ডাকসহ জাতীয় ও স্থানীয় বিভিন্ন সংবাদ পত্রে সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়। উর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়। সিলেট ৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব, সিলেটের জেলা প্রশাসক ও দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী অফিসার এর নির্দেশে ১৯ মে রোববার দুপুরে দক্ষিণ সুরমা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলীম উল্লাহ খান, সার্ভেয়ার আবু বকর সিদ্দিক, সহকারী ভূমি কর্মকর্তা মো: মোছাব্বির আলী সরেজমিনে এলাকাটি পরিদর্শন করে পানির পথ বন্ধকারী জেলা প্রশাসকের ১নং খতিয়ানের ১১৭৪ নং দাগে বসবাসকারী বাসিন্দাদের জনস্বার্থে পানি নিষ্কাশনের পথ খুলে দেয়ার নির্দেশ দেন।
পরে অন্যান্য বাসিন্দাদের রাস্তায় পানি নিষ্কাশনে ভবিষ্যতে কোন বাধা প্রদান না করার পরামর্শ দেন। অন্যথায় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে সতর্ক করা হয়। এ সময় উপস্থিত এলাকাবাসী প্রশাসনের এই উদ্যোগ গ্রহণ করায় সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ সময় উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক হাজী এম আহমদ আলী, সিলাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহ ওলিদুর রহমান, ৮ নং ওয়ার্ড সদস্য আব্দুর রহমান ৯ নং ওয়ার্ড সদস্য মোঃ সাদিক মিয়া , আলীম উদ্দিন, শাহ খালেদ, কাদির মিয়া প্রমুখ।