মোগলাবাজারের কান্দিয়ারচরে বদরুলইসলামের সমর্থনে উঠান বৈঠক
- প্রকাশ: ০২:৩২:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ মে ২০২৪
- / ১২৫ বার পড়া হয়েছে
দক্ষিণ সুরমা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ বদরুল ইসলামের টেলিফোন মার্কার সমর্থনে ২ মে বৃহস্পতিবার মোগলাবাজার ইউনিয়নের কন্দিয়ারচর গ্রামে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
এলাকার বিশিষ্ট মুরব্বী মখলিছুর রহমানের সভাপতিত্বে ও সমাজসেবী হেলাল আহমদের পরিচালনায় নির্বাচনী উঠান বৈঠকে বক্তব্য রাখেন এলাকার মুরব্বী ছলিমুল্লাহ, কামাল আহমদ, আজমল আলী, সাবেক মেম্বার সেলিম আহমদ, মিছবাহ তালুকদার, মনসুর আহমদ, ফিফার সাবেক সদস্য ফয়জুল ইসলাম আরিজ, সাবেক ফুটবলার হারুনুর রশিদ, জমিরুল ইসলাম বাবলু, সিসিকের ২৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ ছয়েফ খান, সাধারণ সম্পাদক গোলজার আহমদ জগলু, জয়নাল আবেদীন, মঈনুল হোসেন, আক্তার হোসেন প্রমুখ।
সভায় বক্তারা উপজেলার উন্নয়ন কর্মকান্ড গতিশীল ও তরান্বিত করতে আগামী ৮ মে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী বদরুল ইসলামকে টেলিফোন মার্কায় ভোট দিয়ে বিজয়ী করার আহবান জানান।
এদিকে চেয়ারম্যান পদপ্রার্থী বদরুল ইসলাম মোগলাবাজার ও রেঙ্গা মাদ্রাসা বাজারে পথসভা সহ বিভিন্ন স্থানে গণসংযোগ করেন।
গণসংযোগ ও পথসভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম কামাল, আওয়ামী লীগ নেতা মিছবাহ আহমদ চৌধুরী, সেবুল ইসলাম, নুরুল ইসলাম, সাহেদ আহমদ, আব্দুল জব্বার, অব্দুল খালিক, হোসেন আহমদ, যুবলীগ নেতা হেলাল আহমদ প্রমুখ।
গণসংযোগ ও পথসভায় মোঃ বদরুল ইসলাম টেলিফোন মার্কায় ভোট দিয়ে উপজেলাবাসীর সেবা করার সুযোগ দানের জন্য ভোটারদের প্রতি অনুরোধ জানান। বিজ্ঞপ্তি