সিলেট ০৯:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ২৩ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিল্পী পাগল হাসানসহ দুজন নিহত

ক্লিক সিলেট ডেস্ক
  • প্রকাশ: ০২:০৪:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪
  • / ১০৪ বার পড়া হয়েছে
সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিল্পী পাগল হাসানসহ দুজন নিহত

সুনামগঞ্জের ছাতকে বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার যাত্রী জনপ্রিয় কণ্ঠশিল্পী মতিউর রহমান হাসান (পাগল হাসান) ও আব্দুস সাত্তার নামে দুজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন তিনজন।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকাল ৭টার দিকে ছাতক-দোয়ারাবাজার সড়কের সুরমা সেতু টোলকেন্দ্রের পাশে এ দুর্ঘটনা ঘটে। 
আহতদের আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তবে তাৎক্ষণিক তাদের নাম ঠিকানা পাওয়া যায়নি। এ ঘটনায় বাসটি আটক করেছে পুলিশ।

সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিল্পী পাগল হাসানসহ দুজন নিহত
সড়ক দুর্ঘটনায় নিহত সংগীতশিল্পী মতিউর রহমান হাসান ওরফে পাগল হাসান

নিহত মতিউর রহমান হাসান (পাগল হাসান) সুনামগঞ্জের ছাতকের শিমুলতলা গ্রামের বাসিন্দা।

শিল্পী পাগল হাসানের ‘আসমানে যাইও নারে বন্ধু…’, ‘জীবনখাতায় প্রেম কলঙ্ক…’, ‘মন আমার মরা নদী…’, ‘মাটির বালাখান…’ এমন বেশ কিছু জনপ্রিয় গান আছে। তিনি শিল্পী, গীতিকার ও সুরকার হিসেবে পরিচিত ছিলেন। তাঁর মৃত্যুর খবরে সিলেটের সংস্কৃতিকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

এ বিষয়টি নিশ্চিত করেছেন ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ আলম।

সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিল্পী পাগল হাসানসহ দুজন নিহত
শিল্পী হাসানকে বহন করা অটোরিকশাটি দুর্ঘটনায় দুমড়েমুচড়ে যায়

তিনি জানান, সকাল ৭টার দিকে শিল্পী হাসানসহ পাঁচজন অটোরিকশায় করে যাচ্ছিলেন। পথে সুরমা সেতু টোলকেন্দ্রের পাশে বিপরীত দিকে থেকে আসা একটি বাস তাদের বহনকারী অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে দুজনেই মারা যান। আহত তিনজনকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাস আটক করা হয়েছে।

পাগল হাসানের মামা রবিউল হাসান ক্লিক সিলেটকে বলেন, গতকাল বুধবার রাতে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় হাসান একটি অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন। আজ সকালে একটি অটোরিকশায় করে তিনি ও তাঁর সঙ্গীরা বাড়ি ফিরছিলেন। পথে সকাল ছয়টার দিকে ছাতকের সুরমা সেতু এলাকায় যাত্রীবাহী বাসের সঙ্গে ওই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই হাসান ও ছাত্তার নিহত হন। আহত হন একই গ্রামের জাহাঙ্গীর, রূপণ ও লায়েছ।

শিল্পী পাগল হাসানের স্ত্রী ও দুই ছেলে আছে।

ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সংগীতশিল্পী পাগল হাসানসহ দুজনের মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন

সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিল্পী পাগল হাসানসহ দুজন নিহত

প্রকাশ: ০২:০৪:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪
সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিল্পী পাগল হাসানসহ দুজন নিহত

সুনামগঞ্জের ছাতকে বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার যাত্রী জনপ্রিয় কণ্ঠশিল্পী মতিউর রহমান হাসান (পাগল হাসান) ও আব্দুস সাত্তার নামে দুজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন তিনজন।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকাল ৭টার দিকে ছাতক-দোয়ারাবাজার সড়কের সুরমা সেতু টোলকেন্দ্রের পাশে এ দুর্ঘটনা ঘটে। 
আহতদের আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তবে তাৎক্ষণিক তাদের নাম ঠিকানা পাওয়া যায়নি। এ ঘটনায় বাসটি আটক করেছে পুলিশ।

সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিল্পী পাগল হাসানসহ দুজন নিহত
সড়ক দুর্ঘটনায় নিহত সংগীতশিল্পী মতিউর রহমান হাসান ওরফে পাগল হাসান

নিহত মতিউর রহমান হাসান (পাগল হাসান) সুনামগঞ্জের ছাতকের শিমুলতলা গ্রামের বাসিন্দা।

শিল্পী পাগল হাসানের ‘আসমানে যাইও নারে বন্ধু…’, ‘জীবনখাতায় প্রেম কলঙ্ক…’, ‘মন আমার মরা নদী…’, ‘মাটির বালাখান…’ এমন বেশ কিছু জনপ্রিয় গান আছে। তিনি শিল্পী, গীতিকার ও সুরকার হিসেবে পরিচিত ছিলেন। তাঁর মৃত্যুর খবরে সিলেটের সংস্কৃতিকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

এ বিষয়টি নিশ্চিত করেছেন ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ আলম।

সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিল্পী পাগল হাসানসহ দুজন নিহত
শিল্পী হাসানকে বহন করা অটোরিকশাটি দুর্ঘটনায় দুমড়েমুচড়ে যায়

তিনি জানান, সকাল ৭টার দিকে শিল্পী হাসানসহ পাঁচজন অটোরিকশায় করে যাচ্ছিলেন। পথে সুরমা সেতু টোলকেন্দ্রের পাশে বিপরীত দিকে থেকে আসা একটি বাস তাদের বহনকারী অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে দুজনেই মারা যান। আহত তিনজনকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাস আটক করা হয়েছে।

পাগল হাসানের মামা রবিউল হাসান ক্লিক সিলেটকে বলেন, গতকাল বুধবার রাতে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় হাসান একটি অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন। আজ সকালে একটি অটোরিকশায় করে তিনি ও তাঁর সঙ্গীরা বাড়ি ফিরছিলেন। পথে সকাল ছয়টার দিকে ছাতকের সুরমা সেতু এলাকায় যাত্রীবাহী বাসের সঙ্গে ওই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই হাসান ও ছাত্তার নিহত হন। আহত হন একই গ্রামের জাহাঙ্গীর, রূপণ ও লায়েছ।

শিল্পী পাগল হাসানের স্ত্রী ও দুই ছেলে আছে।

ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সংগীতশিল্পী পাগল হাসানসহ দুজনের মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করেছেন।