সংবাদ শিরোনাম ::
দক্ষিণ সুরমায় ৩৭ রোগীকে সরকারি ১৮ লাখ টাকার সহায়তা প্রদান

ক্লিক সিলেট ডেস্ক
- প্রকাশ: ১০:২৩:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২ এপ্রিল ২০২৪
- / ১৩২ বার পড়া হয়েছে

দক্ষিণ সুরমায় সরকারের পক্ষ থেকে চিকিৎসা সহায়তা বাবদ উপজেলার বিভিন্ন এলাকার জটিল রোগে আক্রান্ত ৩৭ জন রোগীকে জনপ্রতি ৫০ হাজার টাকা করে মোট ১৮ লাখ টাকার সরকারি সহায়তা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (২ এপ্রিল) সকালে দক্ষিণ সুরমা উপজেলা সমাজসেবা কর্মকর্তার কার্যালয়ে সমাজসেবা অধিদপ্তর থেকে প্রাপ্ত ‘ক্যান্সার, কিডনী, লিভারসিরোসিস, স্টোক, প্যারালাইজড, জন্মগত হৃদরোগ এবং থ্যালাসেমিয়ায়’ আক্রান্ত জটিল রোগীদের মধ্যে ২০২৩-২৪ অর্থ বছরের আওতায় জনপ্রতি এককালীন ৫০ হাজার টাকা করে প্রদান করা হয়।
উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে আয়োজিত চেক বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ১৮ লাখ টাকার চেক বিতরণ করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মাহবুবুর রহমান।এসময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল মুন্তাকিম।