সিলেট ০৩:২০ অপরাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

সিলেটে প্রচণ্ড শিলাবৃষ্টি, বিদ্যুৎহীন বেশিরভাগ এলাকা

ক্লিক সিলেট ডেস্ক
  • প্রকাশ: ০১:৫০:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ১ এপ্রিল ২০২৪
  • / ৯৪ বার পড়া হয়েছে
সিলেটে প্রচণ্ড শিলাবৃষ্টি, বিদ্যুৎহীন বেশিরভাগ এলাকা

সিলেটে স্মরনকালের ভয়াবহ শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

রবিবার (৩১ মার্চ) রাত ১০টা ২৫ মিনিটের দিকে ঝড়সহ শিলাবৃষ্টি শুরু হয়। আধ ঘন্টার অধিক সময় চলে ঝড় সহ শিলার তাণ্ডব। এতে সিলেটের বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে খবর পাওয়া গেছে।

শিলাবৃষ্টিতে সিলেট নগরীসহ বিভিন্ন উপজেলায় দুর্ভোগের শিকার হয়েছেন মানুষ। বড় আকারের শিলায় নগরীর বিভিন্ন রাস্তায় চলাচলা করা বিভিন্ন গাড়ির গ্লাসও ভেঙ্গে যায়। কারো কারো বাসার টিনের চালা ফুটো ও জানালার কাঁচের গ্লাস শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়। আহত হয়েছেন খোলা জায়গায় ও রাস্তায় অবস্থান করা কেউ কেউ।

স্থানীয়রা বলছেন এরকম বড় শিলা বর্ষণ তারা আগে দেখেননি।

হঠাৎ শিলাবৃষ্টির কারণে এ সময় ঈদের কেনাকাটা করতে আসা মানুষ কিছুটা বিপাকেও পড়েন। মার্কেট কিংবা দোকানে যাওয়ার পথে অনেককে থেমে যেতে হয়। এ সময় পথচারীদের হুড়োহুড়ি করে আশপাশের ভবনে আশ্রয় নিতে দেখা যায়।

বৃষ্টি থেমে গেলেও সিলেটের বেশিরভাগ এলাকা বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে।

আবহাওয়া অধিদফতর সিলেট বিভাগে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছিল।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেট সূত্রে জানা গেছে, ঝড় ও শিলাবৃষ্টির পর সিলেটের বেশিরভাগ এলাকায় বিদ্যুৎ নেই। বিদ্যুৎ বিভাগ কাজ করছে। সেহরির আগে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে তারা কাজ করছেন।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন

সিলেটে প্রচণ্ড শিলাবৃষ্টি, বিদ্যুৎহীন বেশিরভাগ এলাকা

প্রকাশ: ০১:৫০:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ১ এপ্রিল ২০২৪
সিলেটে প্রচণ্ড শিলাবৃষ্টি, বিদ্যুৎহীন বেশিরভাগ এলাকা

সিলেটে স্মরনকালের ভয়াবহ শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

রবিবার (৩১ মার্চ) রাত ১০টা ২৫ মিনিটের দিকে ঝড়সহ শিলাবৃষ্টি শুরু হয়। আধ ঘন্টার অধিক সময় চলে ঝড় সহ শিলার তাণ্ডব। এতে সিলেটের বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে খবর পাওয়া গেছে।

শিলাবৃষ্টিতে সিলেট নগরীসহ বিভিন্ন উপজেলায় দুর্ভোগের শিকার হয়েছেন মানুষ। বড় আকারের শিলায় নগরীর বিভিন্ন রাস্তায় চলাচলা করা বিভিন্ন গাড়ির গ্লাসও ভেঙ্গে যায়। কারো কারো বাসার টিনের চালা ফুটো ও জানালার কাঁচের গ্লাস শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়। আহত হয়েছেন খোলা জায়গায় ও রাস্তায় অবস্থান করা কেউ কেউ।

স্থানীয়রা বলছেন এরকম বড় শিলা বর্ষণ তারা আগে দেখেননি।

হঠাৎ শিলাবৃষ্টির কারণে এ সময় ঈদের কেনাকাটা করতে আসা মানুষ কিছুটা বিপাকেও পড়েন। মার্কেট কিংবা দোকানে যাওয়ার পথে অনেককে থেমে যেতে হয়। এ সময় পথচারীদের হুড়োহুড়ি করে আশপাশের ভবনে আশ্রয় নিতে দেখা যায়।

বৃষ্টি থেমে গেলেও সিলেটের বেশিরভাগ এলাকা বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে।

আবহাওয়া অধিদফতর সিলেট বিভাগে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছিল।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেট সূত্রে জানা গেছে, ঝড় ও শিলাবৃষ্টির পর সিলেটের বেশিরভাগ এলাকায় বিদ্যুৎ নেই। বিদ্যুৎ বিভাগ কাজ করছে। সেহরির আগে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে তারা কাজ করছেন।