তুরুকখলা থেকে ডাকাতির প্রস্তুতকালে ৬ জনকে আটক করেছে মোগলাবাজার থানা পুলিশ
- প্রকাশ: ০২:০৮:২৫ পূর্বাহ্ন, শনিবার, ৩০ মার্চ ২০২৪
- / ১২৯ বার পড়া হয়েছে
সিলেটের দক্ষিণ সুরমার মোগলাবাজার থানাধীন দাউদপুর ইউনিয়নের পূর্ব তুরুকখলা জামে মসজিদের পশ্চিম পার্শ্বের নির্জন জায়গা থেকে ডাকাতির প্রস্তুতকালে ৪ জনকে আটক করেছে মোগলাবাজার থানা পুলিশ। গত বৃহস্পতিবার দিবাগত রাত ২ ঘটিকায় তুরুকখলা গ্রামবাসীর সহযোগীতায় ৪ জনকে আটক করা হয়। পরে থানা পুলিশ অভিযান চালিয়ে আরও ২ জনকে আটক করে। এসময় তাদের কাছ থেকে ১টি রামদা, ১টি জিআই পাইপ, ২ টি সিএনজি অটোরিক্সা এবং ৬টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
আটককৃত ও পলাতকরা হচ্ছে- গোলাপগঞ্জ উপজেলার ফাজিলপুর, রানাপিং গ্রামের মোক্তার আলীর ছেলে মোঃ রুহুল আমিন (২০), বিয়ানীবাজার থানার বারইগ্রাম গ্রামের মৃত কটন আলীর ছেলে মোঃ আনোয়ার হোসেন (১৯), চন্দগ্রাম (দুধাই পাথন) গ্রামের সহিবুর রহমানের ছেলে মাহজাবিন আহমেদ সুহিন (২০), উত্তর চন্দগ্রাম গ্রামের আব্দুল আহাদের ছেলে কিবরিয়া আহমদ (২০), সাচান চক গ্রামের শফিকুর রহমানের ছেলে মোঃ ফাহিম আহমদ (১৯), উত্তরভাগ, নসিরখানি গ্রামের নুনু মিয়ার ছেলে আলীম আহমদ একলিম (২১), গোলাপগঞ্জ উপজেলার চন্দনভাগ গ্রামের আজাদ আহমদের ছেলে সানি আহমদ (২০), ছত্রিশ রানাপিং গ্রামের জাহিদ আহমদ (২০), এবং শেরপুর কলাগ্রামের তাইরুল (২৫)।
এ ঘটনায় ২৯ মার্চ শুক্রবার ৯ জনের নামোল্লেখ করে ও অজ্ঞাত কয়েকজনকে আসামি করে মোগলাবাজার থানা পুলিশ মামলা দায়ের করেছে। মামলা নং-১৯/৩৯
আলাপকালে মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মোশাররফ হোসেন জানান, ডাকাতির উদ্দেশ্যে সমবেত হয়ে, ডাকাতির চেষ্টা করার অপরাধে তাদেরকে আটক করা হয়েছে। পলাতক ৩ জনকে আটকের চেষ্টা চলছে।