মহাজনপট্টি থেকে ৫ হাজার পিস ইয়াবাসহ দুই কারবারী গ্রেফতার

- প্রকাশ: ০৯:৩৩:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
- / ১০৯ বার পড়া হয়েছে

সিলেট নগরীর বন্দরবাজার থেকে ৫ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারীকে গ্রেফতার করেছে কোতোয়ালি থানা পুলিশ। উদ্ধারকৃত ইয়াবার মূল্য আনুমানিক ১১ লাখ ১৫ হাজার টাকা।
বুধবার মধ্যরাতে কোতোয়ালী মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুমন কুমার চৌধুরী, এসআই (নি.) কাজী রিপন সরকার, টিএসআই আব্দুল মান্নান, এএসআই (নি.) মঞ্জুর আহমদ, এএসআই (নি.) আলা উদ্দিন, এএসআই মো. আশরাফুল আলমসহ পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বন্দরবাজারস্থ মহাজনপট্টি এলাকা থেকে ৫ হাজার পিস ইয়াবা সহ দুই কারবারীকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার পারুয়া লামাপাড়া এলাকার মৃত আব্দুর রহিমের ছেলে কাউসার আহমদ (৩২) ও পাড়ুয়া বদিকোনা গ্রামের আব্দুল হামিদের ছেলে নিজাম উদ্দিন (৪২)। এসময় তাদের কাছ থেকে ৩টি মোবাইলফোন সেট উদ্ধারের পর জব্দ করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (মিডিয়া অফিসার) মোহাম্মদ সাইফুল ইসলাম।
তিনি বলেন, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। বুধবার রাতের ঘটনায় আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।