সংবাদ শিরোনাম ::
দক্ষিণ সুরমা প্রেসক্লাবে নতুন সদস্য হওয়ার দরখাস্ত আহবান

ক্লিক সিলেট ডেস্ক
- প্রকাশ: ১২:২০:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
- / ২০৫ বার পড়া হয়েছে

দক্ষিণ সুরমা প্রেসক্লাবের নতুন সদস্য হতে ইচ্ছুক প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহবান করা হয়েছে। গত ২৭ মার্চ বুধবার দক্ষিণ সুরমা প্রেসক্লাব সভাপতি আশরাফুল ইসলাম ইমরান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন সদস্য হতে ইচ্ছুকদেরকে প্রেসক্লাবের নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। আগামী ১ এপ্রিল থেকে ১৫ এপ্রিল ২০২৪ ইং পর্যন্ত অফিস চলাকালীন সময়ে প্রেসক্লাবের কোষাধ্যক্ষ শরিফ আহমদ এর মুঠোফোন ০১৭১৪ ৪২৬০৯৩ নাম্বারে যোগাযোগ করে নির্ধারিত ফিস দিয়ে আবেদন ফরম সংগ্রহ ও জমা দিতে অনুরোধ করা হয়েছে।
আবেদনপত্রে উল্লেখিত প্রয়োজনীয় তথ্যাদিসহ সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, শিক্ষাগত যোগ্যতা, দৈনিক পত্রিকা বা টেলিভিশনের নিয়োগ ও পরিচয়পত্রের সত্যায়িত কপি জমা দিতে হবে। বিজ্ঞপ্তি