দক্ষিণ সুরমা উপজেলা প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি’র কাউন্সিল সম্পন্ন

- প্রকাশ: ০৮:৫১:২১ অপরাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫
- / ৩০ বার পড়া হয়েছে

বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি, দক্ষিণ সুরমা উপজেলা শাখার ত্রিবার্ষিক সম্মেলন ও নবীন শিক্ষকদের বরণ অনুষ্টান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩১ মে) উপজেলার মোহাম্মদপুর এ গফুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মোহাম্মদ নুরুল ইসলাম মাল্টিপারপাস হল রুমে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি দক্ষিণ সুরমা উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ নাছির উদ্দিন এর সভাপতিত্বে ১ম অধিবেশনে প্রধান অতিথি ছিলেন দক্ষিণ সুরমা উপজেলা শিক্ষা অফিসার মো: রোমান মিয়া। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারি শিক্ষা অফিসার লিপিকা রায় ও লুৎফুর রহমান।
বক্তব্য রাখেন, সিলেট সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলাউদ্দিন, ডুংশ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: হেলাল উদ্দিন, প্রধান শিক্ষক ঐক্যফোরাম, দক্ষিণ সুরমার সেক্রেটারি মো: শুয়াইবুর রহমান।
বক্তব্য রাখেন মহিলা বিষয়ক সম্পাদক শেখ নুসরাত জাহান রাফি, সহকারি শিক্ষক ইসমাইল হোসেন, সহকারি শিক্ষক আব্দুল্লাহ আল মাহমুদ। স্বাগত বক্তব্য দেন সাংগঠনিক সম্পাদক এম এ মজিদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি দক্ষিণ সুরমা উপজেলা শাখার সেক্রেটারি মিটন চন্দ্র দাস।
২য় অধিবেশনে সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি দক্ষিণ সুরমা উপজেলা শাখার উপদেষ্টা স্বপন কুমার তালুকদার। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট মো: নুরুল ইসলাম। প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি সিলেট জেলা শাখার সভাপতি প্রমথেশ দত্ত। বিশেষ অতিথি ছিলেন সমিতির সিলেট জেলা শাখার সহ সভাপতি জিয়াউর রহমান, সেক্রেটারি মাহবুবুর রহমান শিবলু, সমিতির সিলেট মহানগর শাখার সেক্রেটারি রাশেদ নেওয়াজ, জেলার সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক জাকারিয়া আহমদ।
কাউন্সিল পরিচালনা করেন সমিতির সিলেট জেলা শাখার সেক্রেটারি মাহবুবুর রহমান শিবলু।
কাউন্সিলে মোল্লারচক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ নাছির উদ্দিন কে সভাপতি, ডুংশ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিটন চন্দ্র দাস কে সেক্রেটারি করে ৭১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
কমিটির দায়িত্বশীল নেতৃবৃন্দরা হলেন- সিনিয়র সহ-সভাপতি মো: নজরুল ইসলাম (সহাকারী শিক্ষক, শুড়িগাঁও মোহাম্মদুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়), সাংগঠনিক সম্পাদক, গোলাম হাসান শামীম (সহকারী শিক্ষক, সিকন্দরপুর সপ্রাবি), মহিলা বিষয়ক সম্পাদক, শেখ নুসরাত জাহান রাফি (সহকারী শিক্ষক, সদরখলা-১ সরকারি প্রাথমিক বিদ্যালয়), অর্থ সম্পাদক, রাসেল আহমদ (সহকারী শিক্ষক, পশ্চিমভাগ -১ সরকারি প্রাথমিক বিদ্যালয়), প্রচার সম্পাদক, আব্দুল্লাহ আল মাহমুদ (সহকারী শিক্ষক, খড়ারিয়া সপ্রাবি)।