লতিফা-শফি চৌধুরী মহিলা ডিগ্রি কলেজে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন

- প্রকাশ: ০৪:৩৮:০৬ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫
- / ২৬ বার পড়া হয়েছে

দক্ষিণ সুরমা তথা সিলেটের উচ্চ শিক্ষার অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ লতিফা-শফি চৌধুরী মহিলা ডিগ্রি কলেজে আলোচনা ও বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে রবীন্দ্র-নজরুল জয়ন্তী-২০২৫ উদযাপিত হয়েছে।
কলেজের অধ্যক্ষ আমিরুল আলম খান বলেন, বিশ্বকবি রবীন্দ্রনাথ এবং জাতীয় কবি কাজী নজরুল ছিলেন যথাক্রমে আধ্যাত্মবাদী ও মানবতাবাদী এবং বিদ্রোহী ও সাম্যবাদী কবি। বাঙালির মনস্তত্ত্ব, মানসিকতা, চিন্তা সবকিছুতে রবীন্দ্র-নজরুল মিশে আছে। আমরা যখন প্রেম, আবেগ, বিরহ, বিদ্রোহের কথা বলি তাঁরাই কিন্তু আমাদের প্রেরণা। তিনি রবীন্দ্র-নজরুল চর্চায় আত্মনিবেদন করার জন্য শিক্ষার্থীদের প্রতি উদাত্ত আহ্বান জানান।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক মিজানুল কবির, সহকারী অধ্যাপক নন্দ কিশোর রায়, প্রভাষক নাসরীন আরা নার্গিস, শিক্ষার্থী সোনিয়া আক্তার প্রমুখ।
অনুষ্ঠানে শিক্ষক ও শিক্ষার্থীগণ অংশগ্রহণ করেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বাংলা বিষয়ের প্রভাষক কনিকা রাণী ঘোষ।
কালচারাল গ্রুপ অব কলেজের শিল্পীবৃন্দের মধ্য থেকে পুষ্পা, শ্রাবন্তী, হাবিবা, পূজা, পম্পা, রিতু’র পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।