দক্ষিণ সুরমা উপজেলা প্রশাসনের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

- প্রকাশ: ০৬:১১:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২৫
- / ৩১ বার পড়া হয়েছে

যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা প্রশাসনের উদ্যোগে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা সভাকক্ষে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী কর্মকর্তা ঊর্মি রায়ের সভাপতিত্বে ও উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো. লুৎফুর রহমানের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আলীম উল্লাহ খাঁন, উপজেলা প্রকৌশলী শেখ মো. আজিম উর রশিদ, মোগলাবাজার থানার ওসি (তদন্ত) তোবারক আলী, দক্ষিণ সুরমা প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম মুসিক, সাবেক সভাপতি আশরাফুল ইসলাম ইমরান, বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন, সাংবাদিক চঞ্চল মাহমুদ ফুলর।
সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) লিপি দাস, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার রিমা দাস, উপজেলা তথ্যসেবা কর্মকর্তা বদরুন্নাহার বিউটি, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরীফ আহমদ, সদস্য জাবেদ এমরান, সাংবাদিক নুরুল ইসলাম, এমরান ফয়সল ও আবু বক্কর প্রমুখ।
সভাপতির বক্তব্যে ঊর্মি রায় বলেন, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আমাদের ভাষার চর্চা করতে হবে। দেশকে মনেপ্রাণে ভালোবাসতে হবে। ভাষার সঠিক চর্চায় মাতৃভাষাকে আরো সমৃদ্ধ করবে। তিনি ভাষার জন্য আত্মত্যাগকারী বীর সন্তানদের শ্রদ্ধার সাথে স্মরণ করেন।
মাধ্যমিক পর্যায়ে কবিতা আবৃতি প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে রেবতি রমণ সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সুমাইয়া আক্তার বুশরা, দ্বিতীয় স্থান অধিকার করে সৈয়দ কুতুব জালাল মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সামিয়া জান্নাত নূরা ও তৃতীয় স্থান অধিকার করে একই বিদ্যালয়ের শিক্ষার্থী নাফিছা আক্তার নুছরা।
প্রাথমিক পর্যায়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে হাজী ময়না মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী মিনা বেগম, দ্বিতীয় স্থান অধিকার করে সৈয়দ কুতুব জালাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী তাকিয়া ইসলাম হাফিজা ও তৃতীয় স্থান অধিকার করে পূর্বভাগ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী তাপসী রাবেয়া।
দ্বিতীয়ার্ধের অনুষ্ঠানে বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের অতিথিরা। বিজ্ঞপ্তি