সিলেট জেলা প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনে মঈন উদ্দিন ও মোহাম্মদ নাসির উদ্দিন নির্বাচিত
- প্রকাশ: ০৯:৩৬:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪
- / ৩৪ বার পড়া হয়েছে
সিলেট জেলা প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক আধুনিক কাগজের সম্পাদক মঈন উদ্দিন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বাংলানিউজের স্টাফ করেসপন্ডেন্ট ও দৈনিক শ্যামল সিলেটের চিফ রিপোর্টার মোহাম্মদ নাসির উদ্দিন। তারা দুজনেই বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন।
শনিবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় সিলেট নগরীর পূর্ব জিন্দাবাজারের বারুতখানাস্থ সিলমার্ট কমপ্লেক্সে সিলেট জেলা প্রেসক্লাব মিলনায়তনে প্রধান নির্বাচন কমিশনার সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট একে. এম শমিউল আলম এই ফলাফল ঘোষণা করেন।
সভাপতি পদে আধুনিক কাগজের মঈন উদ্দিন ৬৪ ভোট পেয়ে দৈনিক সমকাল সিলেট অফিসের নিজস্ব প্রতিবেদক ফয়সল আহমদ বাবলুকে ১৯ ভোটের ব্যবধানে পরাজিত করেছেন। সাধারণ সম্পাদক পদে বাংলানিউজের মোহাম্মদ নাসির উদ্দিন ৮৭ ভোট পেয়ে দৈনিক একাত্তরের কথার বার্তা সম্পাদক মিসবাহ উদ্দীন আহমদকে ৬৩ ভোটের ব্যবধানে পরাজিত করেছেন।
এছাড়াও সহসাধারণ সম্পাদক পদে রবি কিরন সিংহ (৬১ ভোট), সদস্য পদে তুহিন আহমদ (৭১ ভোট), মো. সোহেল আহমদ সুহেল (৮২ ভোট), রনজিৎ কুমার সিংহ (৭৬ ভোট), রাজীব আহমেদ রাসেল (৬৯ ভোট) বিজয়ী হয়েছেন। তাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে সহসাধারণ সম্পাদক পদে অমিতা সিনহা (১৩ ভোট), এমআর টুনু তালকুদার (৩৬ ভোট) ও রবি কিরন সিংহ (বিজয়ী-৬১ ভোট) এবং সদস্য পদে মো. মোহিদ হোসেন (২৭ ভোট), রায়হান উদ্দিন (৩৫ ভোট) উল্লেখযোগ্য।
এছাড়া, ৮টি পদে একক প্রার্থী থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সহসভাপতি (প্রথম) মনিরুজ্জামান মনির, সহসভাপতি (দ্বিতীয়) সজল ঘোষ, কোষাধ্যক্ষ আনন্দ সরকার, দপ্তর সম্পাদক আব্দুল আহাদ, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক শাহজাহান সেলিম বুলবুল, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. রেজাউল হক ডালিম, তথ্য ও প্রযুক্তি সম্পাদক জামিল আহমদ এবং পাঠাগার সম্পাদক মো. আলী আকবর চৌধুরী কোহিনূর।
এদিন নির্বাচন দুপুর ২টা থেকে ৫টা পর্যন্ত ব্যাপক উৎসাহ-উদ্দীপনা আর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। সিলেটের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে নির্বাচন কেন্দ্র সিলেট জেলা প্রেসক্লাব এক মিলনমেলায় পরিণত হয়।
আগামী দুই বছর সিলেট জেলা প্রেসক্লাবের শীর্ষ নেতৃত্ব হিসেবে মঈন উদ্দিন ও মোহাম্মদ নাসির উদ্দিন তাদের দায়িত্ব গ্রহণ করবেন।