দক্ষিণ সুরমা উপজেলা প্রশাসন’র বিজয় দিবস উদযাপন
- প্রকাশ: ০২:০৮:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪
- / ৪১ বার পড়া হয়েছে
দক্ষিণ সুরমায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচি পালন করে। কর্মসূচির মধ্যে ছিল, পুষ্পস্তবক অর্পণ, জাতীয় পতাকা উত্তোলন, বিজয় মেলা।
সূর্যাদয়ের সাথে সাথে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। জাতীর শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে প্রথমে ফুলেল শুদ্ধা নিবেদন করে উপজেলা প্রশাসন। পর্যায়ক্রমে দক্ষিণ সুরমা থানা, মোগলাবাজার থানা, উপজেলা মুক্তিযুদ্ধা সংসদ, দক্ষিণ সুরমা প্রেসক্লাবসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান শহীদ মিনার বেদিতে শ্রদ্ধা নিবেদন করে।
জাতীয় পতাকা উত্তোলন এর মাধ্যমে বিজয় দিবসের কার্যক্রম শুরু হয়। পরে শহীদ বুদ্ধিজীবী আব্দুল মুক্তাদির মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে সংবর্ধনার আয়োজন করা হয়। এসময় তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান উপজেলা নির্বাহী অফিসার ঊর্মি রায়।
সংবর্ধনা শেষে চিত্রাঙ্কণ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আলীম উল্লাহ খান, দক্ষিণ সুরমা থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান, মোগলাবাজার থানার ওসি ফয়সাল আহমেদ, দক্ষিণ সুরমা প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম মুসিক, সাবেক সভাপতি আশরাফুল ইসলাম ইমরান, সাধারণ সম্পাদক শরীফ আহমদ, সহ সাধারণ সম্পাদক খায়রুল আমিন রাফসান, কোষাধ্যক্ষ আজমল আহমদ রোমন, দপ্তর ও পাঠাগার সম্পাদক রফিক আহমদ, সদস্য শেখ জাবেদ আহমদ এমরান।