সাংবাদিক দুলালের মরহুম মা ও ভাইয়ের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল
- প্রকাশ: ০৫:২৯:০১ অপরাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০২৪
- / ৩২ বার পড়া হয়েছে
দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সাবেক সহ সভাপতি সাংবাদিক সাহাদ উদ্দিন দুলাল এর মরহুম মা ও ভাইয়ের রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত রোববার (১০ নবেম্বর) সাংবাদিক সাহাদ উদ্দিন দুলাল এর মা মরহুমা ছানবী বেগম ও তার বড় ভাই,মরহুম লিয়াকত আলী সহ সকল মুর্দেগানের রুহের মাগফেরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
রোববার বাদ যোহর কুচাই (পশ্চিম ভাগ) তার নিজ বাড়িতে মিলাদ ও দোয়া মাহফিলে এলাকার সর্বস্তরের জনসাধারণ সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মিলাদ ও দোয়া মাহফিল শেষে মেজবানের আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম মুসিক, প্রতিষ্টাতা সাধারণ সম্পাদক হাজী এম আহমদ আলী, প্রতিষ্টাতা সদস্য মঈন উদ্দিন, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এস এ শফি, সাবেক সিনিয়র সহসভাপতি হুমায়ূন কবির লিটন, বর্তমান সাধারণ সম্পাদক শরীফ আহমদ, সহ-সভাপতি মোঃ শাহেদ আহমদ শান্ত, সহসাধারণ সম্পাদক খায়রুল আমিন রাফছান, সদস্য শেখ জাবেদ আহমদ এমরান, মোঃ আব্দুল হাসিব।