আদর্শ চরিত্র গঠনে রাসুল (সা.)- এর সীরাত চর্চার কোন বিকল্প নেই: মাওলানা রেদওয়ান আহমদ চৌধুরী ফুলতলী
- প্রকাশ: ০৭:২৭:১৬ অপরাহ্ন, রবিবার, ৩ নভেম্বর ২০২৪
- / ৫০ বার পড়া হয়েছে
তালামীযে ইসলামিয়া মোগলাবাজার থানার আওতাধীন মোগলাবাজার ইউনিয়ন শাখার উদ্যোগে আয়োজিত সীরাত পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও ‘রাসূল (সা.) এর আদর্শ অনুসরণে আমাদের করণীয়’ শীর্ষক সীরাত সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
গত শনিবার বিকেলে স্থানীয় সানফ্লাওয়ার কিন্ডার গার্টেন স্কুলের কনফারেন্স হলে সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে মাসিক পরওয়ানা’র সম্পাদক মাওলানা রেদওয়ান আহমদ চৌধুরী ফুলতলী বলেন, রাসূল (সা.) ছিলেন সর্বোত্তম আদর্শের অধিকারী। তাঁর আদর্শ বুকে ধারণ করা মুসলমানদের জন্য অপরিহার্য। সীরাত পাঠের মাধ্যমে রাসুল (সা.) এর জীবনের বিভিন্ন ঘটনা সম্পর্কে জানতে পেরে মুমিনরা আনন্দিত হয়।
মোগলাবাজার ইউনিয়ন শাখার সভাপতি রাইয়্যান আহমদ রাফি’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাকির আহমদ এর সঞ্চালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন সংগঠনের সিলেট পশ্চিম জেলা সভাপতি শেখ রেদওয়ান হোসেন।
মোগলাবাজার ইউনিয়ন শাখার সহ-সাধারণ সম্পাদক আব্দুস সামাদ এর স্বাগত বক্তব্যে সূচিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের সিলেট পশ্চিম জেলা সাধারণ সম্পাদক ইমরান আহমদ সুফি, সিলেট জেলা আল ইসলাহ’র প্রচার সম্পাদক মাওলানা আব্দুস শহীদ, দক্ষিণ সুরমা উপজেলা আল ইসলাহ’র সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাহবুবুর রহমান, সংগঠনে মোগলাবাজার থানা সভাপতি আব্দুল মুহিত জানু।
আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন- সানফ্লাওয়ার কিন্ডার গার্টেনের প্রধান শিক্ষক মো. শাহাব উদ্দিন শিহাব, সংগঠনের সিলেট পশ্চিম জেলার সাবেক প্রচার সম্পাদক মোহাম্মদ গিয়াস উদ্দিন, সহ-শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক আশরাফুল হক চৌধুরী, মোগলাবাজার থানা সহ-সভাপতি রুমন আহমদ, সাধারণ সম্পাদক জামিল আহমদ, বাইতুল আজিজ ইসলামিক সেন্টারের প্রধান শিক্ষক হাফিজ রাসেল আহমদ, মোগলাবাজার ইউনিয়ন আল-ইসলাহ’র সাবেক সভাপতি হাফিজ বেলাল আহমদ, শাহজালাল আইডিয়াল একাডেমি’র প্রধান শিক্ষক বদিউজ্জামান, লতিফিয়া ক্বারী সোসাইটি মোগলাবাজার ইউনিয়ন প্রতিনিধি মাওলানা সামিনুল হক, মোগলাবাজার ইউনিয়ন আল ইসলাহ’র সাংগঠনিক সম্পাদক মাওলানা মজির উদ্দিন, ছালেহ আহমদ-মহসিন উদ্দিন হিফজুল কুরআন মাদরাসার প্রধান শিক্ষক হাফিজ রওনক আহমদ জামি, মোগলাবাজার ইউনিয়ন শাখার সাবেক সভাপতি পারভেজ আহমদ মুন্না।
উপস্থিত ছিলেন জলকরকান্দি জামে মসজিদের মোতাওয়াল্লী মউর আলী, সংগঠনের দাউদপুর ইউনিয়ন সভাপতি সাফওয়ান আহমদ সেদওয়ান, সিলাম ইউনিয়ন সহ-সভাপতি আজিজুল ইসলাম আলেক, জালালপুর ইউনিয়ন সহ-সভাপতি মঈন উদ্দিন, মোগলাবাজার ইউনিয়ন সহ-সভাপতি গিয়াস উদ্দিন, সাবেক সহ-সভাপতি আব্দুল লতিফ মাছুম, জালালপুর ইউনিয়ন সাবেক সহ-সভাপতি সিদ্দিকুর রহমান রায়হান, জালালপুর ইউনিয়ন সহ-সাধারণ সম্পাদক মুরছালিন আহমদ, মোগলাবাজার ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দিন, সিলাম ইউনিয়ন সহ-সাংগঠনিক সম্পাদক আবু বকর, দাউদপুর ইউনিয়ন সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ, সাব্বির আহমদ, জালালপুর ইউনিয়ন সহ-সাংগঠনিক সম্পাদক জামিল আহমদ প্রমুখ।
প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন রাহীম আহমদ। এছাড়াও দ্বিতীয় স্থান শাহীন আহমদ, তৃতীয় স্থান মো. মাহবুবুর রহমান, চতুর্থ স্থান মাহফুজুর রহমান রাফি, পঞ্চম স্থান মো. নয়ন আহমদ, ষষ্ঠ স্থান ইকবাল আহমদ আরিফ, সপ্তম স্থান মো. রুবেল আহমদ, অষ্টম স্থান মো. তামিম ইকবাল, নবম স্থান রুহুল আমিন সুফিয়ান, দশম স্থান মো. জুনেদ মিয়া। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।